২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`
গুপ্তচরবৃত্তির অভিযোগ

রাশিয়ায় জাপানি কূটনীতিক আটক

-

রাশিয়ায় নিযুক্ত জাপানের একজন কূটনীতিককে আটক করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর সোমবার রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় বন্দরনগরী ভøাদিভোস্তক থেকে তাকে আটক করা হয়। রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এফএসবির সদস্যরা তাকে আটক করেন। তার বিরুদ্ধে দেশটিতে গুপ্তচরবৃত্তির অভিযোগ করেছে মস্কো। আটকের পরপরই ওই কূটনীতিককে রাশিয়া ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে জাপান। পাল্টা ব্যবস্থা নেয়ারও ইঙ্গিত দিয়েছে দেশটি।
মঙ্গলবার এক ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে কথা বলেছেন জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো। তিনি বলেন, বিষয়টি নিয়ে টোকিওর তরফে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে। জাপানের তরফে পাল্টা প্রতিশোধমূলক ব্যবস্থা নেয়ারও ইঙ্গিত দেন তিনি। এফএসবি জানিয়েছে, গুপ্তচরবৃত্তির ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটকের পর জাপানের ওই কূটনীতিককে দেশ ছাড়তে বলা হয়েছে।


আরো সংবাদ



premium cement