২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

পাকিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত : দুই মেজরসহ ৬ সেনা নিহত

-

পাকিস্তানে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দেশটির সামরিক বাহিনীর ছয় সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’জন মেজর পদের কর্মকর্তা। রোববার গভীর রাতে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই ঘটনা ঘটে। পাকিস্তানের সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে।
পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ শাখা এক বিবৃতিতে জানিয়েছে, বেলুচিস্তান প্রদেশের হারনাইয়ের কাছে ‘ফ্লাইং মিশন’ চলাকালে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে হেলিকপ্টারটি বিধ্বস্তের কোনো কারণ জানানো হয়নি।
নিহত সেনা সদস্যরা হলেন : ৩৯ বছর বয়সী মেজর খুররম শাহজাদ (পাইলট)। ৩০ বছর বয়সী মেজর মুহাম্মদ মুনিব আফজাল, ৪৪ বছর বয়সী সুবেদার আব্দুল ওয়াহিদ, ২৭ বছর বয়সী সিপাহি মুহাম্মদ ইমরান ও ৩০ বছর বয়সী নায়েক জলিল।
এ ছাড়া হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত অপরজন হলেন ৩৫ বছর বয়সী সিপাহি শোয়েব। আগস্টের শুরুতে বেলুচিস্তানে বন্যার ত্রাণ বিতরণকালে সেনাবাহিনীর এক শীর্ষ কমান্ডারসহ ছয় পাকিস্তানি স্বেচ্ছাসেবক নিহত হন। মুষলধারে বৃষ্টির ফলে এ বছর পাকিস্তানের সিন্ধু ও বেলুচিস্তান শহরে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।


আরো সংবাদ



premium cement