২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

দলের নাম ঘোষণা কাশ্মিরি নেতা গোলাম নবী আজাদের

-

নিজের রাজনৈতিক দলের নাম ঘোষণা করলেন ভারত শাসিত কাশ্মিরের নেতা গোলাম নবী আজাদ। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, তার দলের নাম ‘ডেমোক্র্যাটিক আজাদ পার্টি’, যা হবে ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং সব ধরনের প্রভাব থেকে মুক্ত।
দলীয় পতাকাও প্রকাশ করেছেন গোলাম নবী আজাদ। পতাকায় রয়েছে তিনটি রঙ- হলুদ, নীল ও সাদা। সাবেক কেন্দ্রীয় মন্ত্রী গোলাম নবী প্রায় এক মাস আগে কংগ্রেস ছাড়েন। তারপর জনসভা করে নিজের দল গঠনের কথা ঘোষণা করেছিলেন। সেখানে জানিয়েছিলেন, তার দলের উদ্দেশ্য হবে জম্মু ও কাশ্মিরকে আবার রাজ্যের মর্যাদা দেয়া এবং বাসিন্দাদের জমি এবং কাজের অধিকার পুনরুদ্ধার। আজাদ এ-ও জানিয়েছিলেন, তার দলের নাম কী হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন জম্মু ও কাশ্মিরের মানুষ। দলের নাম, লক্ষ্য নিয়ে রোববার কর্মী-সমর্থকদের সাথে বৈঠক করেছিলেন গোলাম। তার পরেই সোমবার ঘোষণা এলো।
২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ছিলেন গোলাম নবী আজাদ। রাজ্যসভায় বিরোধী নেতা ছিলেন।


আরো সংবাদ



premium cement