১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ইসরাইলি কারাগারে বন্দী ৩০ ফিলিস্তিনি নেতার ধর্মঘট

-

ইসরাইলের কারাগারে বন্দী ৩০ ফিলিস্তিনি রাজনৈতিক নেতা অনির্দিষ্টকালীন ধর্মঘট শুরু করেছেন। প্রশাসনিক আদেশে অর্থাৎ কোনো অভিযোগ ছাড়াই তাদের আটক করে রাখার প্রতিবাদে এই ধর্মঘট করছেন তারা। ইসরাইলি কর্তৃপক্ষ অর্ধ শতাব্দীকাল ধরে তাদের বিরুদ্ধে এসব অজ্ঞাত আইনিধারা ব্যবহার করে আসছে। এতে বলা হচ্ছে, গোপন সংবাদের ভিত্তিতে লোকজনকে কোনো অভিযোগ ছাড়াই আটক করে তাদের অনির্দিষ্টকালের জন্য বন্দী করে রাখা হচ্ছে।
ইসরাইলি নীতিতে ফিলিস্তিনিদের ক্রমাগতভাবে তিন থেকে ছয় মাসের ব্যবধানে আটকের অনুমোদন দেয়া হয়েছে। কোনো প্রমাণ ছাড়াই তাদের বন্দী রাখা হয়েছে। এমনকি বন্দীদের সাথে আইনজীবীর দেখা করারও সুযোগ দেয়া হয় না। ইসরাইলের দাবি, নিরাপত্তা ইস্যু এবং ‘ভয়ঙ্কর অপরাধীদের’ ক্ষেত্রে কোনো গোয়েন্দা তথ্য প্রকাশ ছাড়াই সরকার এই নীতি আরোপ করে। অ্যামনেস্টি ইন্টান্যাশনাল ইসরাইলের এ প্রশাসনিক আদেশের বন্দী নীতিকে ‘নির্দয় ও অবিবেচক নীতি হিসেবে উল্লেখ করেছে, যার মাধ্যমে ইসরাইল ফিলিস্তিনিদের সাথে একপেশে বৈষম্যমূলক আচরণ করছে’। ৩০ জনকে গ্রেফতারের বিষয়ে এক বিবৃতি দিয়েছে ফিলিস্তিনি বন্দীদের সংগঠন সামিডন। এতে বলা হয়েছে, তাদের সম্মিলিত বন্দিত্বের মেয়াদ দুই শ’ বছর। বিবৃতিতে আরো বলা হয়, ‘এক শ’ বছর ধরে ইসরাইলের জবর-দখল নীতির কারণে আমরা পরিবারকে আলিঙ্গন করতে পারিনি এবং তারা কিভাবে বেড়ে উঠছে তা দেখতে পারিনি।


আরো সংবাদ



premium cement