২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

রাশিয়ার আগ্রাসনের মুখে একজোট নর্ডিক দেশগুলো

-

ইউক্রেনের ওপর রাশিয়ার হামলা ইউরোপের অনেক দেশকে নতুন করে নিরাপত্তা নিয়ে ভাবনা চিন্তা করতে বাধ্য করছে। উত্তরের নর্ডিক দেশগুলোও সেই প্রবণতায় ব্যতিক্রম নয়। ফিনল্যান্ড ও সুইডেন সামরিক জোট ন্যাটোয় যোগ দেয়ার পথে এগিয়ে চলেছে। এবার নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক ও আইসল্যান্ড নিরাপত্তা ও প্রতিরক্ষার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরো বাড়ানোর সিদ্ধান্ত নিলো।
নরওয়ের রাজধানী অসলোয় পাঁচটি নর্ডিক দেশের শীর্ষ নেতারা সোমবার বাড়তি সহযোগিতার রূপরেখা তুলে ধরেন। সেই লক্ষ্যে পররাষ্ট্র্র ও প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ে আরো সম্ভাবনা খতিয়ে দেখবে দেশগুলো। জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও জ্বালানির ক্ষেত্রেও সহযোগিতা বাড়াতে চায় নর্ডিক দেশগুলো।


আরো সংবাদ



premium cement