১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`
পারমাণবিক অস্ত্র ব্যবহার নিষ্প্রয়োজন - রুশ প্রতিরক্ষামন্ত্রী

ক্রিমিয়ায় রুশ সামরিক ঘাঁটিতে একাধিক বিস্ফোরণ

ক্রিমিয়ায় রুশ সামরিক ঘাঁটিতে একাধিক বিস্ফোরণ -

রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া অঞ্চলের একটি সামরিক ঘাঁটি একাধিক বিস্ফোরণের শিকার হয়েছে। এতে অন্তত দুই ব্যক্তির আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। রুশ কর্মকর্তারা বলছেন, উত্তর ক্রিমিয়ার ডজানকাই এলাকার একটি অস্ত্র গুদামে অগ্নিকাণ্ডের পর এসব বিস্ফোরণ ঘটেছে। এ ছাড়া একটি বৈদ্যুতিক সাবস্টেশনেও আগুন জ্বলতে দেখা গেছে। এসব বিস্ফোরণের কারণ এখনো অস্পষ্ট। তবে গত সপ্তাহে দৃশ্যত ইউক্রেনীয় হামলায় ক্রিমিয়া উপকূলে রাশিয়ার যুদ্ধবিমান ধ্বংস হয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্রিমিয়ার ডজানকাই এলাকার মাইসকে গ্রামের একটি অস্থায়ী অস্ত্র গুদামে মস্কোর স্থানীয় সময় সকাল ৬টার দিকে অগ্নিকাণ্ড শুরু হয়। এর কারণ এখনো খতিয়ে দেখা চলছে। মন্ত্রণালয়টি আরো জানিয়েছে, এ ঘটনায় কোনো মারাত্মক হতাহতের ঘটনা ঘটেনি। তবে রাশিয়ার নিযুক্ত কর্মকর্তারা জানিয়েছেন, দুই ব্যক্তি আহত হয়েছেন। গত মঙ্গলবার ক্রিমিয়ার সাকি এলাকায় রাশিয়ার একটি বিমান ঘাঁটি আক্রান্ত হয়। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ওই ঘাঁটির মারাত্মক ক্ষয়ক্ষতিসহ অন্তত আটটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। রাশিয়ার তরফে ওই ঘটনাকেও দুর্ঘটনা বলে বর্ণনা করলেও স্পষ্ট হয়েছে ঘাঁটিটি ইউক্রেনীয় হামলায় আক্রান্ত হয়েছে। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই বিস্ফোরণ রুশ নৌবাহিনীর কৃষ্ণ সাগর বহরের উড্ডয়ন সক্ষমতাকে ‘উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে’।
এদিকে আলজাজিরার খবর অনুসারে ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো প্রয়োজন রাশিয়ার নেই বলে মস্কোতে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে দেয়া স্বাগত ভাষণে মন্তব্য করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। শোইগুর অভিযোগ, ইউক্রেন যেসব সামরিক অভিযান পরিচালনা করছে প্রকৃতপক্ষে সেগুলোর পরিকল্পনা হাজির করে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। পূর্ব ও মধ্য ইউরোপে একাধিক দফায় ন্যাটো বাহিনীর উপস্থিতি বাড়ানোরও সমালোচনা করেন শোইগু।

 


আরো সংবাদ



premium cement
ফরিদপুরের গণপিটুনিতে নিহত ২ নির্মাণশ্রমিক জাতিসঙ্ঘে ফিলিস্তিনি সদস্যপদ লাভের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান

সকল