২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

আফগানিস্তানে টিটিপি কমান্ডার খোরাসানি নিহত

-

নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সিনিয়র কমান্ডার ওমর খালিদ খোরাসানি আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে নিহত হয়েছেন। একটি সূত্র জানায়, ওমর খালিদ খোরাসানি ছাড়াও নিষিদ্ধ সংগঠনটির আরো দুই সিনিয়র কমান্ডারও নিহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন হাফিজ দৌলত ও কমান্ডার মুফতি হাসান। টিটিপির সূত্র ওমর খালিদ খোরাসানি ও অন্য দুই কমান্ডারের নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, ওই তিন কমান্ডার একটি গাড়িতে করে পাকতিয়া প্রদেশের বারমাল এলাকায় সফর করছিলেন। এ সময় তাদের গাড়িতে একটি স্থলমাইন আঘাত হানে। সূত্র জানায়, ওই তিন কমান্ডার আফগানিস্তানের কুনার প্রদেশে অবস্থান করছিলেন। তারা পরামর্শের জন্য বারমালে গিয়েছিলেন। মোহমান্দ জেলার অধিবাসী খোরাসানিকে টিটিপির শীর্ষ পর্যায়ের নেতা গণ্য করা হয়। ওরাকজাই উপজাতি এলাকার হাফিস দৌলতকে গ্রুপের গুরুত্বপূর্ণ সদস্য বিবেচনা করা হয়। তিনি ছিলেন খোরাসানির ঘনিষ্ঠ জন। আর মুফতি হাসান মালাকান্দ বিভাগের লোক।

 


আরো সংবাদ



premium cement