২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

কাশ্মিরের পুলিৎজারজয়ী সাংবাদিককে বিদেশ যেতে বাধা

-

ভারতশাসিত কাশ্মিরের পুলিৎজার পুরস্কারজয়ী এক ফটোসাংবাদিক বলেছেন, ভারতীয় কর্তৃপক্ষ তাকে বিদেশ ভ্রমণে যেতে বাধা দিয়েছে। এর জন্য কোনো বৈধ কারণও উপস্থাপন করতে পারেননি অভিবাসন কর্তৃপক্ষ। সানা ইরশাদ মাত্তু নামের ওই সাংবাদিক আলজাজিরাকে বলেন, একটি বইয়ের মোড়ক উন্মোচন ও আলোকচিত্র প্রদর্শনীর জন্য শনিবার নয়াদিল্লি থেকে প্যারিসে যাওয়ার কথা ছিল তার। সেরেনদিপিতি আলে গ্রান্ত ২০২০-পুরস্কার পাওয়া ১০ জনের একজন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের আরো তিন কর্মীর পাশাপাশি পুলিৎজার পেয়েছিলেন শ্রীনগরের বাসিন্দা মাত্তু। ভারতে কোভিড-১৯ মহামারীর মধ্যে তাদের তোলা ছবিগুলোর জন্য এ স্বীকৃতি দেয়া হয়। ২৮ বছর বয়সী এই সাংবাদিক বলেন, ‘শনিবার বিকেলে আমার ফ্লাইট ছিল। ইমিগ্রেশনের সময় আমাকে একপাশে সরিয়ে রাখা হয়। তিন ঘণ্টা অপেক্ষা করতে বলা হয় আমাকে।


আরো সংবাদ



premium cement