২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

নাইজেরিয়ায় খনিতে গুপ্ত হামলায় ৩০ সৈন্য নিহত

-

নাইজেরিয়ার শিরোরো এলাকায় একটি খনিতে বন্দুকধারীদের হামলার পর অপহৃতদের উদ্ধারে যাওয়া সেনাদের ওপর অতর্কিত আক্রমণের ঘটনায় অন্তত ৩০ সৈন্য নিহত হয়েছে। গত সপ্তাহে নাইজার রাজ্যের ওই খনিতে হামলার ঘটনাটি ঘটে বলে তিনটি সূত্র জানিয়েছে। বুধবার খনিতে হামলা চালিয়ে বন্দুকধারীরা চার চীনা নাগরিকসহ বেশ কয়েকজন খনি কর্মীকে অপহরণ করেছে খবর পাওয়ার পর তাদের উদ্ধারে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।
উত্তর-পশ্চিম নাইজারের নিরাপত্তার দায়িত্বে থাকা কমিশনার ইমানুয়েল উমর প্রাথমিকভাবে আজাতা আবোকি গ্রামের খনিতে হামলায় অজ্ঞাতসংখ্যক লোক নিহত হয়েছে বলে জানিয়েছিলেন। খনিতে হামলার জবাব দিতে মোতায়েন করা নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরে বন্দুকধারীদের অতর্কিত আক্রমণের মুখে পড়েন। বন্দুকধারীরা গুলি চালিয়ে তিনটি ট্রাকে থাকা ৩০ সেনাকে হত্যা করে বলে শিরোরো ও নাইজার রাজ্যের রাজধানী মিন্নার দু’টি সেনা সূত্র শনিবার রয়টার্সকে জানিয়েছে।


আরো সংবাদ



premium cement