২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

নূপুর-কীর্তি প্রকাশ্যে আনা সাংবাদিক কারাগারে

-

২০১৮ সালের বিতর্কিত টুইট মামলায় গ্রেফতার ভারতের আলোচিত সাংবাদিক মুহাম্মদ জুবায়েরের জামিনের আবেদন খারিজ করে তাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। দিল্লির মুখ্য বিচারবিভাগীর ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা শ্রীবাস্তব শনিবার দিল্লি পুলিশের আবেদন গ্রহণ করে খবরের সত্যতা যাচাই করার সংবাদমাধ্যম অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতাকে ১৪ দিনের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।
চার বছরের পুরনো মামলার গ্রেফতার জুবায়েরের বিরুদ্ধে গতকাল শনিবারই নতুন অভিযোগ এনেছে দিল্লি পুলিশ। তার মধ্যে রয়েছে অপরাধমূলক ষড়যন্ত্র ও প্রমাণ ধ্বংস করা। সেইসাথে তার বিরুদ্ধে বিদেশী অনুদান নিয়ন্ত্রণ আইনের (ফরেন কনট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট বা এফসিআরএ) ৩৫ নম্বর ধারা অমান্যেরও অভিযোগ এনেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ। অভিযোগ, বিধি ভেঙে বিদেশী অর্থসাহায্য নিয়েছিলেন জুবায়ের। জুবায়েরের ২০১৮ সালের একটি টুইটে ‘ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে’, এই অভিযোগে দিল্লি পুলিশ গত রোববার (২৬ জুন) জুবায়েরকে গ্রেফতার করেছিল।

 


আরো সংবাদ



premium cement