২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

আমিরাতসহ আরো ৩ দেশে মাঙ্কিপক্স শনাক্ত

-

বিশ্বজুড়ে নতুন উদ্বেগের কারণ ঘটানো মাঙ্কিপক্স পৌঁছে গেছে উপসাগরীয় অঞ্চলে, ওই এলাকার প্রথম দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে একজনের আক্রান্ত হওয়ার খবর এসেছে। ইউরোপের আরো দুই দেশে প্রথমবারের মতো মাঙ্কিপক্সের রোগী ধরা পড়েছে। চেক রিপাবলিক এবং সেøাভেনিয়ায় এ ভাইরাস শনাক্ত হওয়ায় এ পর্যন্ত আফ্রিকার বাইরে ২১টি দেশে মাঙ্কিপক্স ছড়ানোর খবর এলো।
সাধারণত মধ্য ও পশ্চিম আফ্রিকার দুর্গম এলাকার মানুষের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ দেখা যায়। এখন ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকার পর এশিয়াতেও এ ভাইরাস পৌঁছাল প্রথমবারের মতো। আক্রান্ত দেশের সংখ্যা আরো বাড়ার শঙ্কা থাকলেও বিশেষজ্ঞরা বলছেন, মাঙ্কিপক্স করোনাভাইরাসের মত ব্যাপক সংক্রমণ ঘটাবে বলে তারা মনে করছেন না। ভাইরাসজনিত এ রোগে আক্রান্ত হলে সাধারণত জ্বর হয় এবং শরীরে ফুসকুড়ি ওঠে। তবে সংক্রমণের মাত্রা সাধারণত মৃদু হয়।
আরব আমিরাতের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, সম্প্রতি পশ্চিম আফ্রিকা ভ্রমণকারী একজনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।


আরো সংবাদ



premium cement