১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

সাংবাদিক শিরিন হত্যায় এফবিআইয়ের তদন্ত চায় মার্কিন আইনপ্রণেতারা

-

আলজাজিরার সাংবাদিক ফিলিস্তিন বংশোদ্ভূত মার্কিন নাগরিক শিরিন আবু আকলেহকে হত্যার ঘটনাটি যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) মাধ্যমে তদন্ত করার দাবি করছেন যুক্তরাষ্ট্র আইনপ্রণেতারা। এরই মধ্যে এফবিআইয়ের মাধ্যমে তদন্ত চেয়ে এক চিঠিতে ৫৫ জনের বেশি আইনপ্রণেতারা স্বাক্ষর করেছেন। কংগ্রেসম্যান আন্দ্রে কারসন আলজাজিরাকে বলেন, সাংবাদিক হত্যার ঘটনায় মার্কিন তদন্ত চেয়ে লেখা চিঠি ‘ব্যাপক’ সমর্থন পাচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে বরাবার এই চিঠি লেখা হয়েছে। ১১ মে দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরাইলি বাহিনীর একটি অভিযানের সংবাদ সংগ্রহ করার সময় ইসরাইলি বাহিনীর গুলিতে শিরিন (৫১) নিহত হন বলে জানান ঘটনাস্থলে থাকা তার সহকর্মী ও প্রত্যক্ষদর্শীরা।

 


আরো সংবাদ



premium cement