২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

মুসলিম সন্দেহে বৃদ্ধকে মারধর পরে লাশ উদ্ধার

-

ভারতের মধ্য প্রদেশে মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তিকে অপর এক ব্যক্তির উপর্যুপরি চড়-থাপ্পড় মারার পর ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, যে ব্যক্তি মারধর করছেন তিনি অসুস্থ ওই ব্যক্তির দুই গালে থাপ্পড় মারার পাশাপাশি তার নাম ‘মোহাম্মদ’ কি না তা বারবার জানতে চান। অসুস্থ ব্যক্তির নাম বলার চেষ্টার মাঝেই তাকে অনবরত থাপ্পড় মারা হয়। এ ঘটনায় মধ্য প্রদেশের নিমুচ থানায় শনিবার মামলা দায়ের হয়েছে। হামলাকারীর নাম দীনেশ কুশওয়াহা এবং মামলায় তাকে প্রধান অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। কুশওয়াহা রাজ্যের বিজেপির সাবেক এক করপোরেটরের স্বামী। পুলিশ বলছে, মানসিক অসুস্থ বয়স্ক ওই ব্যক্তির নাম ভানওয়ারলাল জৈন। প্রদেশের রাতলাম জেলার বাসিন্দা তিনি। রাজস্থানে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেয়ার পর গত ১৫ মে থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের সদস্যরা থানায় নিখোঁজের অভিযোগ করার পর পুলিশ তার ছবিসহ সতর্কতা জারি করে। শুক্রবার নিমুচ জেলার একটি রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। পরে পরিবারের সদস্যদের কাছে তার লাশ হস্তান্তর করা হয়। রোমহর্ষক এ ভিডিও প্রকাশ্যে আসার পর জৈনর পরিবার পুলিশ স্টেশনে যান এবং তারা কুশওয়াহারকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।


আরো সংবাদ



premium cement