২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

প্রধানমন্ত্রী নির্বাচনে অস্ট্রেলিয়ায় ভোট

জরিপে এগিয়ে অ্যান্থনি আলবানিজ
-

অস্ট্রেলিয়ায় ২০১৯ সালের পর প্রথম পার্লামেন্ট নির্বাচনে ভোট দিলো দেশটির নাগরিকরা। গতকাল শনিবারের এই ভোটে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসনের সাথে অভিজ্ঞ রাজনীতিক লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় ও জলবায়ু পরিবর্তন, এই দু’টি ইস্যুই এবার ভোটারদের মতো নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা, পাশাপাশি এ ভোটকে মূলত নেতাদের চরিত্র বিষয়ে ‘গণভোট’ হিসেবেও দেখা হচ্ছে।
জনমত জরিপগুলোতে লেবার পার্টি সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে বলে ইঙ্গিত পাওয়া গেছে; যদিও এর আগের নির্বাচনের ফলাফল জনমত জরিপগুলোকে ভুল প্রমাণ করেছিল।
বেশির ভাগ আসনে লিবারেল-ন্যাশনালদের সাথে লেবার প্রার্থীদের লড়াই হলেও কিছু কিছু গুরুত্বপূর্ণ আসনে এই দুই দলের প্রার্থীদেরকে হাই প্রোফাইল স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধেও লড়তে হচ্ছে। শনিবার অস্ট্রেলিয়ায় পূর্বাঞ্চলীয় স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। অস্ট্রেলিয়ায় ভোটদান বাধ্যতামূলক, এবার প্রায় এক কোটি ৭০ লাখ মানুষ ব্যালটে তাদের রায় জানাবেন বলে ধারণা করা হচ্ছে।

 


আরো সংবাদ



premium cement