১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তালেবানের হুঁশিয়ারি

-

তালেবানের অন্যতম শীর্ষ সামরিক কমান্ডার রুমি আতাউল্লাহ ওমর ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশের বিরুদ্ধে, তালেবান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ পার পাবে না। ষড়যন্ত্রকারীদের অবশ্যই পরাজিত করা হবে। মৌলভি রুমি আতাউল্লাহ ওমর তালেবানের নবগঠিত আল ফাতাহ ২০৯ কোরের প্রধান।
সোমবার এক অনুষ্ঠানে তালেবানের উচ্চ পদাধারী এই সেনাকর্মকর্তা জানান, গত তিন মাসে ৩২৯টি ফাতাহ শাখা গঠন করা হয়েছে। এসব শখায় মোট সদস্যের সংখ্যা ৩২ হাজার। এই বাহিনীর সদস্যরা অভিজ্ঞ ও পেশাদার। মৌলভি আতাউল্লাহ রুমি বলেন, যারা ইসলামিক আমিরাতের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ড করছে তারা পরাজিত হবে। এ সময় কারো নাম না নিয়ে তিনি বলেন, তারা সহিংসতা এবং দেশকে অনিরাপদ প্রমাণ করতে চায়।

মাজার-ই-শরিফে আটক ৪০
এ দিকে ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের (আইইএ) সরকার মঙ্গলবার জানিয়েছে, অবৈধভাবে দেশ ছেড়ে যাওয়ার চেষ্টাকালে উত্তর মাজার-ই-শরিফ থেকে ৪০ জনকে আটক করা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement

সকল