২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

যৌথ সহযোগিতা আফগানিস্তানের সব সমস্যার একমাত্র সমাধান

নারী অধিকারকর্মী, সাংবাদিক ও নাগরিক সমাজের সাথে বৈঠকের পর বিবৃতি , অসলোতে পশ্চিমা প্রতিনিধিদের সাথে তালেবানের প্রথম দফা বৈঠক
নরওয়ের অসলোর উপকণ্ঠে সোরিয়া মোরিয়া হোটেলে পশ্চিমা কর্মকর্তাদের সাথে বৈঠক করছেন তালেবান সরকারের প্রতিনিধিরা। বৈঠকে তালেবানের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি : এএফপি -

পারস্পরিক বোঝাপড়া এবং যৌথ সহযোগিতা আফগানিস্তানে বিদ্যমান সব সমস্যার একমাত্র সমাধান। গত রোববার তালেবান ও সুশীল সমাজের প্রতিনিধিবর্গের মধ্যে আলোচনার পর এক বিবৃতিতে একথা বলা হয়েছে। অন্যদিকে পশ্চিমা কর্মকর্তাদের সাথে নরওয়ের অসলোতে গতকাল সোমবার আলোচনা শুরু করেছেন আফগান তালেবানের কূটনীতিকরা।
আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর এই প্রথম ইউরোপে পশ্চিমা কর্মকর্তাদের সাথে আলোচনায় বসলো তালেবান। গত রোববার শুরু হয়ে আলোচনা আজ মঙ্গলবার পর্যন্ত চলার কথা। আলোচনায় আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতি ও মানবিক সঙ্কটের বিষয়টি গুরুত্ব পাবে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, ইতালি, ইউরোপীয় ইউনিয়ন ও নরওয়ের প্রতিনিধিদের সাথে রুদ্ধদ্বার এ আলোচনা গতকাল থেকে অসলোর উপকণ্ঠে সোরিয়া মোরিয়া হোটেলে অনুষ্ঠিত হচ্ছে। আফগান নারীবাদী কর্মী জামিলা আফগানি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, আলোচনায় সদিচ্ছা দেখিয়েছেন আলোচকেরা। খবর : আলজাজিরা ও বিবিসির।
তিন দিনের এই সফরে গত রোববার তালেবান প্রতিনিধি দল আফগানিস্তানের সমান অধিকারের দাবিতে আন্দোলনরত নারী অধিকারকর্মী, সাংবাদিকসহ নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে আলোচনায় বসেন। তালেবান ও সুশীল সমাজের প্রতিনিধিবর্গের মধ্যে আলোচনার ফলাফল বিবৃতি আকারে প্রকাশ করা হয়েছে। এই বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তান সব আফগানদের বসবাসের জায়গা তথা একটি সাধারণ বাড়ি (কমন হোম)। দেশটির অর্থনৈতিক, রাজনৈতিক এবং নিরাপত্তাগত অবস্থা উন্নয়নে একে অন্যকে অবশ্যই সহযোগিতা করতে হবে।
বৈঠকটি অসলোর উপকণ্ঠে সোরিয়া মোরিয়া হোটেলে অনুষ্ঠিত হয়। এ দিকে সোমবার পশ্চিমা কর্মকর্তাদের সাথে তালেবান সদস্যদের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ছিল। এ দিনে যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোয় থাকা আফগানিস্তানের কোটি কোটি ডলার অর্থ ছাড়ে পশ্চিমা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান প্রতিনিধিরা।
আফগানিস্তানে বেকারত্ব অনেক বেড়ে গেছে। বেড়েছে খাদ্যের দাম। দেশটির মুদ্রার মান হ্রাস পাচ্ছে। ব্যাংকগুলো নগদ উত্তোলনের সীমানির্ধারণ করে দিয়েছে। জাতিসঙ্ঘ সতর্ক করে বলেছে, আফগানিস্তানের জনসংখ্যার ৫৫ শতাংশ ক্ষুধার হুমকির মুখে। তালেবান প্রতিনিধি শফিউল্লাহ আজম একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে বলেন, ‘আমরা তাদের (পশ্চিমা) আফগান সম্পদ অবমুক্ত করার জন্য অনুরোধ জানিয়েছি। রাজনৈতিক কারণে সাধারণ আফগানদের শাস্তি না দিতে বলেছি।’ শফিউল্লাহ আজম বলেন, ‘অনাহারের কারণে, মারাত্মক শীতের কারণে, আমি মনে করি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য সময় এসেছে, আফগানদের সমর্থন করার। রাজনৈতিক বিরোধের কারণে তাদের শাস্তি
না দেয়ার।’
পশ্চিমা রাষ্ট্রদূতরা আরো অন্তর্ভুক্তিমূলক তালেবান সরকার ও মানবাধিকারের ওপর জোর দেবেন বলে আশা করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী অ্যানিকেন হুইটফেল্ড বলেছেন, এই বৈঠক তালেবানকে বৈধতা দেয়া বা স্বীকৃতির প্রতিনিধিত্ব করে না। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তবে আমাদের অবশ্যই দেশটির কার্যত কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে।’
সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আফগানিস্তানে মানবিক সহায়তা প্রদানের সুবিধার্থে দেশটির রাজধানী কাবুলে ‘ন্যূনতম উপস্থিতি’ পুনঃপ্রতিষ্ঠা শুরুর ঘোষণা দেয়। এই ঘোষণা প্রসঙ্গে ইইউর পররাষ্ট্রবিষয়ক মুখপাত্র পিটার স্ট্যানো এক বিবৃতিতে বলেন, ‘কাবুলে আমাদের ন্যূনতম উপস্থিতিকে কোনোভাবেই তালেবান সরকারকে স্বীকৃতি হিসেবে দেখা উচিত নয়।’


আরো সংবাদ



premium cement
টি-২০ খেলতে সিলেটে পৌঁছেছে ভারতীয় নারী ক্রিকেট দল খুলনায় হিটস্ট্রোকে এক ব্যক্তির মৃত্যু ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কী বলল যুক্তরাষ্ট্র? জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা বৃষ্টির জন্য রাজশাহীতে ইসতিসকার নামাজ আদায় গাজীপুরে মহাসড়কের পাশ থেকে মৃত হাতি উদ্ধার প্রচণ্ড গরমের মধ্যে লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে দুই ভাইকে পিটিয়ে হত্যা : প্রতিবাদ সমাবেশে পুলিশের গুলির নিন্দা জামায়াতের রাজধানীতে তৃষ্ণার্তদের মাঝে শিবিরের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ রাজশাহীতে সাড়ে ৬ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা

সকল