১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`
পারমাণবিক সক্ষমতা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্র ও জাপানের অভিযোগ নাকচ চীনের

-

চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও জাপানের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে বেইজিং। সোমবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার মধ্যকার ভার্চুয়াল বৈঠকে চীনকে ‘ভিত্তিহীনভাবে’ আক্রমণ করা হয়েছে। এ বিষয়ে উভয় দেশের কাছে জোরালো অভিযোগ জানিয়েছে বেইজিং।
গত সপ্তাহে ওই বৈঠকে মিলিত হন জো বাইডেন ও ফুমিও কিশিদা। একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ওই বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী বিশেষ করে চীনের ক্রমবর্ধমান পারমাণবিক সক্ষমতা নিয়ে তার উদ্বেগের কথা জানিয়েছেন। ওই কর্মকর্তা জানান, দুই নেতা চীন সম্পর্কে ‘খুব গভীরভাবে আলোচনা’ করেছেন। প্রতিবেশীদের ভয় দেখানো এবং বাণিজ্য ও অন্যান্য ক্ষেত্রে বেইজিংয়ের উদ্বেগজনক আচরণ নিয়ে তারা আলোচনা করেছেন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘তারা আবারো ভিত্তিহীনভাবে চীনকে অপমান ও আক্রমণ করেছে।


আরো সংবাদ



premium cement