২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

পদত্যাগের ঘোষণা আর্মেনিয়ার প্রেসিডেন্টের

-

হঠাৎ পদত্যাগের ঘোষণা দিলেন আর্মেনিয়ার প্রেসিডেন্ট আরমেন সারকিসিয়ান। একজন সত্যিকার অর্থে রাষ্ট্রপ্রধান হতে তাকে পর্যাপ্ত ক্ষমতা না দেয়ার অভিযোগ তুলে পদত্যাগ করেছেন তিনি। পদত্যাগের কারণ হিসেবে সারকিসিয়ান আরো বলেন, আর্মেনিয়ার প্রেসিডেন্টের কোনো ক্ষমতা নেই। ২০১৮ সালে দেশটির জাতীয় সংসদের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হন সারকিসিয়ান। সেই সময় আর্মেনিয়ায় প্রেসিডেন্ট শাসিত সরকারব্যবস্থা থেকে সংসদীয় ব্যবস্থায় পরিবর্তন করা হয়।
প্রেসিডেন্ট আরমেন সারকিসিয়ানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে কি না তা আনুষ্ঠানিকভাবে জানায়নি দেশটির সরকার। রোববার পদত্যাগের বিবৃতিতে তিনি উল্লেখ করেন, একজন প্রেসিডেন্টের হাতে যে প্রয়োজনীয় ক্ষমতা থাকা প্রয়োজন তা নেই।


আরো সংবাদ



premium cement