২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ফ্রান্সে ঘৃণাবাদী বক্তব্য দেয়ায় প্রেসিডেন্ট প্রার্থীর জরিমানা

-

ঘৃণাবাদী বক্তব্য দেয়ায় ফ্রান্সের উগ্র ডানপন্থী প্রেসিডেন্ট প্রার্থী এরিক জেমোরকে ১০ হাজার ইউরো জরিমানা করেছে প্যারিসের একটি আদালত। মামলার সূত্রপাত এক টিভি অনুষ্ঠান থেকে। সেখানে নিঃসঙ্গ অভিবাসী শিশুদের ‘চোর’, ‘ধর্ষক’ ও ‘খুনি’ আখ্যা দেন এই প্রেসিডেন্ট প্রার্থী। এক সময়ের সম্প্রচারকর্মী এরিক জেমোর ইসলাম এবং অভিবাসী বিরোধী মতের জন্য পরিচিত। তার আইনজীবী জানিয়েছেন, আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা। রায়ের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে এরিক জেরোম অভিযোগ করেন তার বাকস্বাধীনতা সীমিত করা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement