২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আমিরাতি জাহাজ ফেরত দেবে না হাউছিরা

-

লোহিত সাগর থেকে জব্দকৃত সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী জাহাজটি ফেরত দিতে ইয়েমেনের ইরান সমর্থিত হাউছি বিদ্রোহীদের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসঙ্ঘ। তবে এমন আহ্বান নাকচ করে দিয়েছে দলটি। বরং জব্দকৃত আমিরাতি জাহাজ না দেয়ার সিদ্ধান্তেই অনড় থাকার কথা জানিয়েছে তারা। গত ৩ জানুয়ারি লোহিত সাগরের হোদাইদা বন্দর থেকে ১১ জন ক্রু-সহ রাওয়াবি নামের ওই জাহাজটি আটক করে হাউছি বিদ্রোহীরা। এটিতে করে সামরিক সরঞ্জাম বহন করা হচ্ছিল বলে জানিয়েছে তারা। আমিরাতের পক্ষ থেকে জাহাজটিতে করে সামরিক সরঞ্জাম বহনের খবর অস্বীকার করে সেটিতে করে ওষুধসামগ্রী বহনের দাবি করা হয়। পরে একটি ভিডিও প্রকাশ করে হাউছি বিদ্রোহীরা। এতে ওই জাহাজে আমিরাতি সামরিক সরঞ্জাম দেখা যায়। সম্প্রতি বিষয়টি নিয়ে সরব হয় জাতিসঙ্ঘ। অবিলম্বে জাহাজটি ছেড়ে দিতে শুক্রবার হাউছি বিদ্রোহীদের প্রতি আহ্বান জানায় নিরাপত্তা পরিষদ।

 


আরো সংবাদ



premium cement