২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

মইসি হত্যায় প্রধান সন্দেহভাজন গ্রেফতার

-

হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মইসি হত্যায় প্রধান সন্দেহভাজনদের একজন দেশটির সাবেক সিনেটর জন জোয়েল জোসেফকে গ্রেফতার করেছে জ্যামাইকার কর্তৃপক্ষ। শুক্রবার তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন জ্যামাইকা কনস্টাবুলারি ফোর্সের মুখপাত্র ডেনিস ব্রুকস। গত বছরের ৭ জুলাই হাইতির রাজধানী পোর্ট অ-প্রিন্সে একদল বন্দুকধারী বাসভবনের ভেতরে ঢুকে প্রেসিডেন্ট মইসিকে হত্যা করে।
জোসেফই ওই হামলার অস্ত্র সরবরাহ করেছিলেন বলে ঘটনার পরপরই অভিযোগ করেছিলেন হাইতির পুলিশ-প্রধান লিওন চার্লস। যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) অনুরোধের পর হাইতির সাবেক এ সেনেটরকে গ্রেফতার করা হয়েছে কি না তা বলতে রাজি হননি ব্রুকস। এফবিআইও মইসি হত্যাকাণ্ডের তদন্ত করছে।

 


আরো সংবাদ



premium cement