২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

ইউক্রেন নিয়ে বাইডেন পুতিন আলোচনা কাল

-

ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামীকাল মঙ্গলবার একটি ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে আলোচনায় অংশ নেবেন। ইউক্রেন সীমান্তের কাছে ৯৪ হাজারেরও বেশি রুশ সেনা মোতায়েনের পর সৃষ্ট উত্তেজনার মধ্যে এ আলোচনার সিদ্ধান্ত এলো। গত শনিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বিষয়টি নিশ্চিত করেছেন। রশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নোভোটি জানায়, মঙ্গলবার সন্ধ্যায় দু’দেশের প্রেসিডেন্টের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে।
পেসকভ জানান, দুই প্রেসিডেন্টের আলোচনা কতক্ষণ স্থায়ী হবে তা তারা দু’জনই নির্ধারণ করবে। তবে হোয়াইট হাউজ এ ব্যাপারে তাৎক্ষণিভাবে কিছু জানায়নি। ইউক্রেনকে ন্যাটো সামরিক জোটে অন্তর্ভুক্ত করার যে গ্যারান্টি যুক্তরাষ্ট্র দিয়ে থাকে, সে ব্যাপারে রাশিয়া এখন আরো বেশি শক্ত অবস্থানে রয়েছে। এর আগে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার রেড লাইন মানবেন না বলে সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মস্কো তার প্রতিবেশী দেশ ইউক্রেনে যে আক্রমণের পরিকল্পনা সাজাচ্ছে তা ‘অত্যন্ত দুরূহ’ করে তুলবেন বলেও সতর্ক করেছেন তিনি। মার্কিন সংবাদমাধ্যমগুলো খবর প্রকাশ করেছে, ২০২২ সালের শুরুতে ইউক্রেনে আক্রমণ করতে পারে রাশিয়া।


আরো সংবাদ



premium cement