২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

সিরীয় উদ্বাস্তুদের জন্য নতুন শহর বানাচ্ছে তুরস্ক

-

প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাতের জন্য ২০১১ সালে শুরু হওয়া আন্দোলন গৃহযুদ্ধে রূপ নেয়ার পর থেকে সিরিয়ায় হাজার হাজার নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন। এবার তাদের জন্য দেশটির ইদলিব প্রদেশে ‘নতুন শহর’ তৈরি করছে তুরস্ক।
তুরস্কের সীমান্ত থেকে পঁাঁচ কিলোমিটার দূরে মেশেদ রুহিন গ্রামে ইতোমধ্যে ৩০ হাজার ঘর তৈরি করা হয়ে গেছে, তৈরি করা হবে আরো ২০ হাজার ঘর। ইদলিবের এ ‘নতুন শহরে’ ইতোমধ্যে প্রায় এক লাখ ৮০ হাজার সিরিয়ান বসবাস করা শুরু করেছে।
জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর তথ্য অনুযায়ী, ৬২ লাখ মানুষ সিরিয়ার মধ্যে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। এর মধ্যে ২৫ লাখ শিশু রয়েছে। অভ্যন্তরীণভাবে বিশ্বে সবচেয়ে বড় বাস্তুচ্যুতির ঘটনা এটি। ইদলিব যেখানে একসময় ১১ লাখ মানুষ বাস করত সেটিই এখন বাস্তুচ্যুত মানুষের ঠিকানা। এর কারণ হলো এটি সীমান্তবর্তী প্রদেশ। বর্তমানে এ প্রদেশের বাসিন্দা ৫০ লাখে গিয়ে দাঁড়িয়েছে।

 


আরো সংবাদ



premium cement