২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

কিরগিজস্তানে অভ্যুত্থান চেষ্টা

-

কিরগিজস্তানে একটি সহিংস রাষ্ট্রীয় অভ্যুত্থান পরিকল্পনার সন্দেহে পার্লামেন্ট নির্বাচনের তিন প্রার্থীকে আটক করা হয়েছে। দেশটির নিরাপত্তাবিষয়ক সচিব মারাত ইমানকুলভ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তাদের আটকের রিপোর্ট সত্য। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
নিরাপত্তা সচিব বলছেন, যারা প্রার্থীদের ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত হওয়ার জন্য ‘উসকানি’ দিয়েছিল তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। আমি মনে করি না যে, তরুণরা নিজেরাই পরিকল্পনা করেছে। স্পষ্টতই তাদের পেছনে একজন সংগঠক রয়েছে। আমাদের কাজ এখন সেই লোকদের বিচার করা। কিরগিজস্তানের স্টেট কমিটি ফর ন্যাশনাল সিকিউরিটির (জিকেএনবি) প্রধান তদন্তকারী দামির সুভানালিভ গত শুক্রবার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বৈঠকে বলেছিলেন, আসন্ন পার্লামেন্ট নির্বাচনে গ্রিন পার্টির তিনজন প্রার্থী বল প্রয়োগ করে ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে বলে সন্দেহ করা হচ্ছে।


আরো সংবাদ



premium cement