২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে চুক্তির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র্র

-

আফগানিস্তানে সামরিক ও গোয়েন্দা অভিযান চালানোর জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের বিষয়ে একটি চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে যুক্তরাষ্ট্র্র। বিষয়টির সাথে সংশ্লিষ্ট্র তিনটি সূত্রের বরাত দিয়ে সিএনএন তাদের প্রতিবেদনে এমন সংবাদ প্রকাশ করেছে। গত শুক্রবার সকালে মার্কিন কংগ্রেস সদস্যদেরকে এ বিষয়ে জানানো হয়েছে বলেও জানা গেছে। একটি সূত্রের বরাত দিয়ে সিএনএন তাদের প্রতিবেদনে বলেছে, পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের বিষয়ে দেশটি যুক্তরাষ্ট্র্রের সাথে একটি স্মারকলিপিতে স্বাক্ষর করতে যাচ্ছে বলে জানা গেছে।
তবে এর বিনিময়ে পাকিস্তান তাদের উগ্রবাদবিরোধী যে কার্যক্রম চালাচ্ছে, তাতে যুক্তরাষ্ট্র্রকে সহায়তা করতে হবে। আরো একটি সূত্র জানিয়েছে, পাকিস্তান তাদের আকাশসীমা ব্যবহারের বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চালাচ্ছে। তৃতীয় একটি সূত্র জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা পাকিস্তান সফরে যাওয়ার সময় এমন একটি চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
কিন্তু এটা এখনো পরিষ্কার নয় যে পাকিস্তান আসলে কি চাচ্ছে আর এর বিনিময়ে যুক্তরাষ্ট্র তাদের কতটা সুবিধা দেবে। এসব সূত্র আরো জানিয়েছে, আফগানিস্তানে সামরিক ও গোয়েন্দা অভিযান চালানোর জন্য উজবেকিস্তান ও তাজিকিস্তানে বিকল্প সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করতে চায় যুক্তরাষ্ট্র। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এ বিষয়ে তীব্র আপত্তি জানাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।


আরো সংবাদ



premium cement