২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সহায়তার জন্য সৌদি-আমিরাতের সাথে আলোচনায় তিউনিসিয়া

অর্থনৈতিক সঙ্কট
-

অর্থনৈতিকভাবে দুর্দশাগ্রস্ত তিউনিসিয়ায় সহায়তার জন্য সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সাথে আলোচনা করছে তিউনিসিয়ার সেন্ট্রাল ব্যাংক। তিউনিসিয়ার স্থানীয় শামস এফএম রেডিওর কাছে শুক্রবার দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানান ব্যাংকের ফিন্যান্সিং অ্যান্ড ফরেন ট্রান্সজেকশনের প্রধান আবদুল করিম লাসুইদ। সাক্ষাৎকারে তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের সাথে আলোচনার পর শিগগিরই সহায়তার বিষয়ে চুক্তি হবে। তিনি জানান, পাশাপাশি অর্থনৈতিক সহায়তার জন্য আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) সাথে আলোচনা চলছে। তবে কী পরিমাণ অর্থসহায়তার জন্য আলোচনা চলছে, তা বিস্তারিত জানাননি তিনি।
এর আগে গত ৭ অক্টোবর তিউনিসিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মারওয়ান আব্বাসি জানান, দেশটিতে চলমান অর্থনৈতিক সঙ্কটের সমাধানে ‘তিউনিসিয়ার বন্ধু কিছু দেশ’ সহায়তা করবে। তখন তিনি কোনো দেশের নাম না বললেও ধারণা করে নেয়া হয়েছিল, প্রেসিডেন্ট কায়েস সাইদকে সমর্থন করা সৌদি আরবসহ পারস্য উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো এই সহায়তা দিতে প্রস্তুত।


আরো সংবাদ



premium cement