২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ইমরান খান দেশের অর্থনীতি ধ্বংস করেছেন : মাওলানা ফজলু

-

পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট (পিডিএম) ও জামিয়াতে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান প্রধানমন্ত্রী ইমরান খানের তীব্র সমালোচনা করে বলেছেন, তিনি দেশবাসীর সাথে ভুয়া ও অবাস্তব ওয়াদা করেছিলেন। তিনি এক কোটি লোকের কর্মসংস্থানের কথা বলেছিলেন। কিন্তু বাস্তবে অসংখ্য মানুষ এখন বেকার। তিনি দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছেন। রোববার ফয়সালাবাদের ধোবিঘাটে এক সরকারবিরোধী সমাবেশে বক্তৃতাকালে মাওলানা ফজলুর রহমান এসব কথা বলেন।
তিনি পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে ‘লোভী ও নির্বোধ’ লোক হিসেবে উল্লেখ করে বলেন, এমন লোক আমি কস্মিনকালেও দেখিনি। লোভের বশে বিদেশী এক রাষ্ট্রপ্রধানের দেয়া মূল্যবান উপহারের ঘড়ি তিনি বিক্রি করে দিয়েছেন। সমাবেশে পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ বলেন, সারা বিশ্ব করোনাভাইরাস মোকাবেলায় সফলতা দেখালেও ইমরান সরকার ব্যর্থ হয়েছে। তারা ডেঙ্গু মোকাবেলায়ও ব্যর্থ। তিনি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও দেশজুড়ে দ্রব্যমূল্য বৃদ্ধিরও সমালোচনা করেন।


আরো সংবাদ



premium cement