২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

কেরালায় বৃষ্টি ও ভূমিধসে ১৮ জনের প্রাণহানি

-

ভারতের কেরালা রাজ্যের ইদুক্কি ও কোট্টায়াম জেলায় ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসের ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। রোববার ও সোমবার প্রভু আয়াপ্পার ভক্তদের সবরিমালা মন্দির পরিদর্শনে না যাওয়ার অনুরোধ করা হয়েছে। রাতভর প্রবল বৃষ্টির পর রোববার সকালে বৃষ্টির তেজ কিছুটা কমেছে বলে জানিয়েছে। শনিবারের পর নতুন করে কোথাও আর কোনো বন্যা দেখা দেয়নি। রাজ্যটির কয়েকটি জেলায় রোববার সকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছিল আবহাওয়া দফতর।
কেরালার এর্নাকুলাম, ইদুক্কি, ত্রিশুর, কোট্টায়াম, পাথানএনথিডা জেলায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এমন সম্ভাবনায় রেড অ্যালার্ট জারি করা হয়েছিল। এসব জেলায় ২০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টি হতে পারে বলে ভারতীয় আবহাওয়া বিভাগের পূর্বাভাসে জানানো হয়েছিল। এর পাশাপাশি তিরুবানন্তপুরম, কোল্লাম, আলাপুসা, পালাক্কাড, মালাপুরম, কোলিকোডে ওয়াইয়ানাডে অরেঞ্জ অ্যালাট জারি করা হয়েছিল।


আরো সংবাদ



premium cement