১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

আরএসএস প্রধানের মুসলিম বৃদ্ধির দাবি প্রত্যাখ্যান ওয়াইসির

-

ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভগতের ভারতে মুসলমানদের সংখ্যা বেড়ে যাওয়ায় দাবি প্রত্যাখ্যান করেছেন দেশটির দক্ষিণাঞ্চলীয় অন্ধ্রপ্রদেশকেন্দ্রিক রাজনৈতিক দল মজলিশে ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। শুক্রবার এক টুইট বার্তায় মোহন ভগতের বক্তব্যের এই প্রতিক্রিয়া জানান তিনি। টুইট বার্তায় তিনি বলেন, ‘বরাবরের মতোই আরএসএসের মোহনের বক্তব্য ছিল মিথ্যা ও অর্ধ-সত্যতে পূর্ণ। তিনি জনসংখ্যার নীতির জন্য আহ্বান জানিয়েছেন এবং মুসলমান ও খ্রিষ্টান জনসংখ্যা বাড়ার বিষয়ে মিথ্যার পুনরাবৃত্তি করলেন। মুসলিম জনসংখ্যা বাড়ার হার বর্তমানে সবার মধ্যেই কম রয়েছে। কোনো প্রকার ‘জনসংখ্যাগত অসাম্যের’ অস্তিত্ব নেই।’


আরো সংবাদ



premium cement