২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মিয়ানমারের সাবেক প্রেসিডেন্টকে ক্ষমতা ছাড়তে বাধ্য করে সেনাবাহিনী

-

মিয়ানমারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্ট বলেছেন, ফেব্রুয়ারি মাসের ১ তারিখে সেনাবাহিনী তাকে জোর করে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করেছিল। এমনকি পদত্যাগ না করলে তার মারাত্মক ক্ষতি করা হবে বলে হুমকিও দিয়েছিল সেনাবাহিনী। মঙ্গলবার উইন মিন্ট তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় সাক্ষ্য দিতে গিয়ে এসব কথা বলেন বলে জানিয়েছেন তার আইনজীবী।
সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে বেসামরিক নেত্রী অং সান সু চি-সহ উইন মিন্টের বিরুদ্ধেও বেশ কয়েকটি অভিযোগে মামলা দায়ের হয়। তাতেই মঙ্গলবার সাক্ষ্য দিয়েছেন উইন মিন্ট। আর তার আইনজীবী মুয়াং জ সাংবাদিকদের কাছে পাঠানো মেসেজের মাধ্যেমে সেই সাক্ষ্যের বিবরণ তুলে ধরেছেন। রাজধানী নেইপিডোর একটি বিশেষ আদালতে রুদ্ধদ্বার অধিবেশনে চলছে সেসব মামলার বিচারকাজ। উইন মিন্ট বলেন, ১ ফেব্রুয়ারি ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা তার ঘরে প্রবেশ করে রুগ্ণ স্বাস্থ্যের কারণে তাকে পদত্যাগ করতে বলেন; কিন্তু তাদের কথা অমান্য করে তিনি বলেছিলেন তার স্বাস্থ্য ভালো আছে। এরপর সেনা কর্তারা উইন মিন্টকে হুমকি দিয়ে বলেন, পদত্যাগ না করলে তার অনেক ক্ষতি হবে।

 


আরো সংবাদ



premium cement