২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

শক্তি প্রদর্শনে সামরিক মহড়া চালাবে চীন

-

চীনের সামরিক বাহিনী নিজেদের শক্তি প্রদর্শনের জন্য কিছু উন্নত অস্ত্র ও সরঞ্জাম প্রদর্শন করতে যাচ্ছে। আজ মঙ্গলবার সামরিক বাহিনী একটি মহড়ার আয়োজন করবে। সেখানে এগুলো প্রদর্শন করা হবে। দেশটির দক্ষিণাঞ্চলের ঝুহাই শহরের আকাশে এ মহড়ার আয়োজন করা হবে। করোনা মহামারীর পর এটাই হবে চীনের সামরিক বাহিনীর প্রথম মহড়া। কাতারভিত্তিক চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, দৃষ্টিনন্দন এ মহড়ায় অংশ নেবে বিমানবাহিনীর সর্বাধুনিক যুদ্ধ বিমান জে-২০। এ ছাড়াও এতে প্রদর্শিত হবে ইলেকট্রনিক যুদ্ধ বিমান জে-১৬ডি, উচ্চতর ড্রোন ডব্লিউজেড-৭ ও উচ্চতর গতি সম্পন্ন ড্রোন ডব্লিউজেড-৮ সহ উন্নত প্রযুক্তির বিমান।
সামরিক বিশেষজ্ঞ ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সাবেক পিএলএ প্রশিক্ষক সং ঝংপিং বলেছেন, যেহেতু চীন ক্রমাগত পশ্চিমাদের কাছ থেকে হুমকি পাচ্ছে, তাই দেশটির সামরিক দক্ষতার পাশাপাশি মহাকাশে সক্ষমতা বৃদ্ধি করতে হবে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং অস্ট্রেলিয়া যখন এ অঞ্চলের নিরাপত্তার জন্য অস্ট্রেলিয়াকে পারমাণবিক ক্ষমতাসম্পন্ন সাবমেরিন নির্মাণে সহায়তা দেয়ার চুক্তি করেছে তখনই চীনের কাছ থেকে এমন ঘোষণা এলো।


আরো সংবাদ



premium cement