২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সরকারি বাহিনীর সাথে হাউছিদের তুমুল লড়াই, নিহত ১৪০

-

ইয়েমেনের সেনাবাহিনী ও দেশটির সশস্ত্র হাউছি বিদ্রোহীদের মধ্যে কয়েক দিনের সঙ্ঘাতে ১৪০ জনের বেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। চলতি সপ্তাহে দেশটির উত্তরাঞ্চলীয় মারিব শহরে এ হতাহতের ঘটনা ঘটে বলে শুক্রবার ইয়েমেনের সরকারি বাহিনী এবং স্বাস্থ্য দফতরের বরাতে ডন এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, চার দিনের সংঘর্ষে সরকারি বাহিনীর অনুগত প্রায় ৪৭ সেনা প্রাণ হারান। উভয়পক্ষের যুদ্ধে ৯৩ জন হাউছি সদস্যও নিহত হন। সরকারি বাহিনীর বিমান হামলায় তারা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
তেলসমৃদ্ধ অঞ্চল মারিবের আধিপত্য নিয়ন্ত্রণ রাখতে সরকারি বাহিনী ও হাউছিরা দীর্ঘ দিন ধরেই লড়াই চালিয়ে আসছে। যদিও হাউছিদের পক্ষ তাদের সদস্য হতাহতের বিষয়টি নিশ্চিত করা হয়নি।


আরো সংবাদ



premium cement