২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে অভিবাসীদের স্রোত

-

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলের ডেল রিও সীমান্তে প্রায় সাড়ে ১০ হাজার অভিবাসী জড়ো হয়েছেন। তারা মেক্সিকো-টেক্সাস আন্তর্জাতিক ব্রিজের নিচে অস্থায়ী ক্যাম্প করেছেন। সেখানে প্রায় দুই সপ্তাহ ধরে অভিবাসীরা অসহায় দিন কাটাচ্ছেন। এসব অভিবাসীদের বেশির ভাগই হাইতি থেকে এসেছেন। তারা যুক্তরাষ্ট্রে প্রবেশের অপেক্ষায় রয়েছেন। অভিবাসীরা জানিয়েছেন, ক্যাম্পে খাবার ও পানির ব্যাপক সঙ্কট দেখা দিয়েছে। তারা যুক্তরাষ্ট্রের সীমান্তের ভেতরে থাকলেও মার্কিনিরা তাদের খাবার-পানি সরবরাহ করছে না। তাদেরকে ক্যাম্প থেকে যুক্তরাষ্ট্রের দিকে ঢুকতে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বাধ্য হয়ে তারা মেক্সিকোতে ফিরে গিয়ে খাবার-পানি সংগ্রহ করে ক্যাম্পে আনছেন। তবে অনেক অভিবাসী জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য মার্কিন সীমান্ত কর্মকর্তাদের কাছ থেকে অনুমতির কাগজপত্র পেয়েছেন।

 


আরো সংবাদ



premium cement