২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

সীমান্ত থেকে চীনের সেনা সরিয়ে নিতে জয়শঙ্করের হুঁশিয়ারি

-

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মণ্যম জয়শঙ্কর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারত সীমান্ত থেকে চীনের সেনাবাহিনী সরিয়ে না নিলে সম্পর্কের উন্নতি হবে না। গত বৃহস্পতিবার তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সাথে দেখা করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মণ্যম জয়শঙ্কর বলেন, চীন ও ভারতের মধ্যকার সম্পর্কের উন্নতি তখনই হবে যখন উভয় দেশই সীমান্ত থেকে সেনাবাহিনী সরিয়ে নেবে। এ সময় তিনি বিতর্কিত হিমালয় সীমান্ত থেকে চীনের সেনাবাহিনী সরিয়ে নেয়ার বিষয়ে ইঙ্গিত দেন।
তিনি আরো বলেন, সামগ্রিক উন্নতির জন্য শান্তি ও স্থিতিশীলতা প্রয়োজন। এ কারণে তিনি সীমান্ত এলাকা থেকে দু’দেশের সেনা সরিয়ে নেয়ার বিষয়েও গুরুত্ব দেন। এ দিকে চীনা কর্তৃপক্ষকে ভারত জানিয়েছে, হিমালয় সীমান্ত থেকে চীনের সেনাবাহিনী সরিয়ে নেয়ার পরই দু’দেশের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি হবে। পশ্চিম হিমালয় অঞ্চলে হাজারো চীনা ও ভারতীয় সেনা মুখোমাখি অবস্থান করছে। এর আগে এক সঙ্ঘাতের ঘটনার পর থেকে দু’দেশের সেনারাই যুদ্ধাবস্থায় রয়েছে। গত বছরের জুন মাসে চীন ও ভারতের সেনারা মল্লযুদ্ধে লিপ্ত হলে দু’দেশের বহু সেনা মারা যান। কয়েক দশকের মধ্যে এটা ছিল দু’দেশের মধ্যকার প্রথম সঙ্ঘাত।


আরো সংবাদ



premium cement