১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

লেবাননে সঙ্কট নিরসনে জাদুর কাঠি নেই : প্রধানমন্ত্রী

-

ঘোর অর্থনৈতিক সঙ্কটে পড়া দেশ লেবানন এক বছরেরও বেশি সময় পর সরকার গড়তে সক্ষম হয়েছে। সঙ্কট সমাধানের প্রথম পদক্ষেপ হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাথে বৈঠক করেছে নাজিব মিকাতি সরকার। তবে এই সমস্যা সমাধানে তাদের হাতে ‘জাদুর কাঠি’ নেই বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। সোমবার দেশটির অর্থনীতির পুনরুত্থানের বিষয়ে নাজিব মিকাতি বলেন, ইতিহাসের সবচেয়ে খারাপ অর্থনৈতিক মন্দা মোকাবেলার জন্য হারিয়ে ফেলার মতো সময় নেই। কোনো সহজ পথও নেই।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে ২৪ সদস্যের মন্ত্রিসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশন হবে এক মিলিয়ন সিরিয়ান শরণার্থীসহ ৬ মিলিয়ন জনসংখ্যার দেশের অর্থনৈতিক উন্নতি করা। এক বছরেরও বেশি সময় ধরে কার্যত সরকারবিহীন ছিল লেবানন। ভয়াবহ অর্থনৈতিক সঙ্কটে অচল হয়ে পড়েছে দেশটি। এরই মধ্যে নাজিব মিকাতি সরকার সঙ্কট সমাধানে কাজ শুরু করেছেন। নাজিব মিকাতি বলেন, ‘এটা সত্য যে আমাদের জাদুর কাঠি নেই। পরিস্থিতি খুবই কঠিন।’

 


আরো সংবাদ



premium cement