২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

লাদাখে দ্রুত সমস্যা সমাধানে একমত ভারত-চীন

-

তিন মাসেরও বেশি সময় পর কমান্ডার পর্যায়ের আলোচনা বসেছিল ভারত ও চীন। ওই বৈঠকে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর বিভিন্ন বিষয়গুলো দ্রুত সমাধানের ক্ষেত্রে একমত হলেন দুই দেশের সেনা কমান্ডাররা। সেই সাথে গোগরা ও হট স্প্রিং থেকে সেনা প্রত্যাহারের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ভারতের এক শীর্ষ সেনা কর্মকর্তা। গত শনিবার দ্বাদশ কমান্ডার পর্যায়ের বৈঠকে বসেছিল ভারত ও চীনা সেনাবাহিনী। প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চীনের দিকে মলডোয় ভারতীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে ওই বৈঠক শুরু হয়েছিল। শেষ হয়েছিল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। প্রায় ৪৮ ঘণ্টা পর দুই দেশের যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, ‘গঠনমূলক’ বৈঠকে সীমান্ত সমস্যা দ্রুত সমাধানের ওপর জোর দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement