২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ ২৪ রুশ কূটনীতিককে

-

রাশিয়ার দুই ডজন রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে জানানো হয়েছে, মার্কিন সরকার ২৪ জন রুশ রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে মার্কিন ভূমি ত্যাগ করতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্টোনভ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। ভিসার মেয়াদ শেষ হওয়ায় তাদের যুক্তরাষ্ট্র ছাড়ার কথা বলা হলো।
রোববার এক সাক্ষাৎকারে রাশিয়ার রাষ্ট্রদূত আনাতলি অ্যান্তোনোভ বলেন, ‘আমরা ২৪ কূটনীতিকের একটি তালিকা পেয়েছি, যারা ২০২১ সালের ৩ সেপ্টেম্বর নাগাদ যুক্তরাষ্ট্র ত্যাগ করবে বলে ধারণা করা হচ্ছে। ওয়াশিংটন ভিসা প্রদান প্রক্রিয়া হঠাৎ করে কঠিন করার কারণে তাদের প্রায় সবাইকে প্রতিস্থাপন ছাড়াই যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে।’ অ্যান্তোনোভ জানান, ‘গত ডিসেম্বরে মার্কিন পররাষ্ট্র বিভাগ একতরফাভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করা রুশ কূটনীতিকদের মেয়াদ তিন বছর নির্ধারণ করে। আমরা যতটা জানি, আর কোনো দেশের ক্ষেত্রে তা প্রয়োগ করা হয়নি।’ এ দিকে মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র নেড প্রাইস সোমবার বলেন, ‘বিষয়টির ব্যাপারে অ্যান্তোনোভ যে ব্যাখা দিয়েছেন তা সঠিক নয়। রুশ কূটনীতিকদের যুক্তরাষ্ট্রে অবস্থান করার ভিসার মেয়াদ তিন বছর এটা নতুন কিছু না।’


আরো সংবাদ



premium cement