২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

রশিদ ঘানুশির হাসপাতাল ত্যাগ

-

তিউনিসিয়ার পার্লামেন্ট স্পিকার ও দেশটির বৃহত্তম রাজনৈতিক দল আন নাহদার নেতা রশিদ আল-ঘানুশি চিকিৎসা গ্রহণ শেষে হাসপাতাল ত্যাগ করেছেন। দেশটিতে রাজনৈতিক সঙ্কটের মধ্যে তিনি রাজধানী তিউনিসের একটি সামরিক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ঘানুশির দু’জন উপদেষ্টা গতকাল সোমবার ভোরে এ খবর দিয়েছেন। তবে কয়েক ঘণ্টা পর তিনি হাসপাতাল ত্যাগ করেন। তবে ঠিক কী কারণে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে তা খবরে জানানো হয়নি। তিনি গতকাল তার দেশের বিপ্লব ধ্বংস করার ষড়যন্ত্র করার জন্য সংযুক্ত আরব আমিরাতকে দায়ী করে বলেছিলেন, মিসরের মতো তিউনিসিয়ায় কোনো সামরিক অভ্যুত্থান করা যাবে না।
মিসরের বিপ্লব ধ্বংস করে সেনাপ্রধান জেনারেল সিসির প্রেসিডেন্ট হওয়ার ঘটনায় আরব আমিরাতের হাত ছিল বলেও ঘানুশি অভিযোগ করেন। ৮০ বছর বয়সি তিউনিসিয়ার পার্লামেন্ট স্পিকার গত মাসে একবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সামরিক হাসপাতালে ভর্তি হয়েছিলেন।


আরো সংবাদ



premium cement