২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
ফের যুদ্ধবিরতি লঙ্ঘন

সীমান্তে রুশ সেনা মোতায়েন চায় আর্মেনিয়া

-

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান আজারবাইজান সীমান্তে রুশ সীমান্তরক্ষী মোতায়েনের প্রস্তাব করেছেন। প্রতিবেশী আজারবাইজানের সাথে উত্তেজনার মধ্যে এ প্রস্তাব করলেন তিনি। তিনি বলেন, চলমান পরিস্থিতির কারণে আমি মনে করি আর্মেনিয়া-আজারবাইজান সীমান্তজুড়ে রুশ সীমান্তরক্ষী মোতায়েনের প্রশ্ন বিবেচনা করা যুক্তিসঙ্গত। একটি সরকারি বৈঠকে তিনি এ কথা বলেছেন বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী বলেন, তার দেশ মস্কোর সাথে প্রস্তাবটি নিয়ে আলোচনার প্রস্তুতি নিচ্ছে এবং এতে সামরিক সঙ্ঘাতের ঝুঁকি ছাড়াই সীমান্ত চিহ্নিত করার কাজ করার সুযোগ হবে।
এ দিকে আনাদোলু জানায়, ২৪ ঘণ্টার মধ্যে ফের যুদ্ধবিরতি ভঙ্গ করেছে আর্মেনিয়া। দেশটির সেনাবাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রতিবেশী আজারবাইজান সীমান্তে গুলি চালিয়েছে। গতকাল বৃহস্পতিবার আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

 


আরো সংবাদ



premium cement