২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

আলজেরিয়ার সাথে লিবিয়া সীমান্ত বন্ধ হাফতার বাহিনীর

-

লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক কমান্ডার খলিফা হাফতারের অনুগত বাহিনীগুলো প্রতিবেশী দেশ আলজেরিয়ার সাথে সীমান্ত বন্ধ করে দিয়েছে। দেশকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ সত্ত্বেও হাফতার তার ভূমিকা বজায় রেখে দেশের দক্ষিণাঞ্চলে নিজের বাহিনী মোতায়েন করেন, তারপর রোববার তারা ওই সীমান্ত বন্ধ করে দেয়ার কথা জানায়।
হাফতারের অনুগত লিবিয়ান ন্যাশনাল আর্মি (এলএনএ) গত সপ্তাহে দক্ষিণাঞ্চলীয় শহর সেবহায় সৈন্য পাঠায়। এর আগে থেকেই শহরটি পূর্বাঞ্চলীয় বাহিনীর সাথে মিত্রতা গড়ে তুলেছিল। সেবহায় সৈন্য পাঠানোর পর শনিবার আলজেরিয়ার সাথে থাকা দক্ষিণাঞ্চলীয় সীমান্ত ক্রসিংয়ে সেনা মোতায়েন করেছিল তারা।
এলএনএর গণমাধ্যম শাখা মোরাল গাইডেন্স ডিপার্টমেন্ট বলেছে, ‘সশস্ত্রবাহিনী লিবিয়া-আলজেরিয়া সীমান্ত বন্ধ করে দিয়েছে এবং এটিকে একটি সামরিক বলয় বলে ঘোষণা করেছে, যেখানে চলাচল নিষিদ্ধ।’ আলজেরিয়া ও লিবিয়ার মধ্যে প্রায় এক হাজার কিলোমিটার সীমান্ত আছে, যার বেশির ভাগই জনবসতিহীন মরুভূমি। এই সীমান্তে অল্প কয়েকটি ক্রসিং আছে।

 


আরো সংবাদ



premium cement