২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

মরুকরণে বাড়ছে পরিবেশগত অভিবাসী

-

দুনিয়াজুড়ে প্রায় ২০০ কোটি মানুষের জীবনকে প্রভাবিত করছে মরুকরণ। এটি মানুষকে ‘পরিবেশগত অভিবাসী’ করে তুলছে। এমনটাই মনে করেন পরিবেশবিষয়ক একটি অলাভজনক সংস্থার প্রধান ডেনিজ অ্যাটাক।
তার্কিশ ফাউন্ডেশন ফর কমব্যাটিং সয়েল এরোশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করছেন ডেনিজ অ্যাটাক। বনায়ন ও প্রাকৃতিক বাসস্থান সংরক্ষণের জন্য কাজ করছে তার প্রতিষ্ঠান। বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস উপলক্ষে আনাদোলু এজেন্সিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভূমিক্ষয়ের ফলে খাদ্য উৎপাদন কমেছে ১১ শতাংশ।
ডেনিজ অ্যাটাক বলেন, ভূমিক্ষয় জমির উৎপাদনশীলতা কমিয়ে দেয়। এটি জীববৈচিত্র্য হ্রাস করে, কার্বন সিকোয়েস্টেশনের সম্ভাবনা কমিয়ে দেয়। জলাভূমিসহ প্রকৃতির যাবতীয় বাস্তুতন্ত্র পরিষেবায় এর নেতিবাচক প্রভাব পড়ে। সংক্ষেপে মরুকরণের মানে যেটি দাঁড়ায়, সেটি হচ্ছে খরা, দারিদ্র্য, খাদ্য ও পানির সঙ্কট। তিনি বলেন, শুষ্ক অঞ্চলগুলোতে ভঙ্গুর বাস্তুসংস্থান রয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে এসব অঞ্চলেই সবচেয়ে বেশি ক্ষতিগ্র্রস্ত হবে। এসব এলাকায় খরা বাড়বে এবং তা আরো তীব্র রূপ নেবে।


আরো সংবাদ



premium cement