১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

কানাডার সুপ্রিম কোর্টে প্রথম মুসলিম বিচারপতি

-

কানাডার সুপ্রিম কোর্টের ১৪৬ বছরের ইতিহাসে প্রথম কোনো অশ্বেতাঙ্গকে বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মনোনীত ওই মুসলিম বিচারপতির নাম মাহমুদ জামাল। ট্রুডো বলেছেন, ‘বিচারপতি মাহমুদ জামালের সাফলমণ্ডিত কর্মজীবন রয়েছে। পেশাজীবনে তিনি অন্যদের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। আমাদের সুপ্রিম কোর্টের মূল্যবান সম্পদ হতে যাচ্ছেন তিনি। আমি তার ঐতিহাসিক মনোনয়ন ঘোষণা করছি।’
জামালের বাবা-মা ভারতীয়। জন্ম কেনিয়ার নাইরোবিতে। পরে তিনি ব্রিটেনে যান এবং সেখানে পড়াশোনা করেন। সেখান থেকে কানাডায়। কানাডার বিখ্যাত দুই আইন বিদ্যালয়ে পড়াশোনা করে তিনি আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। কানাডায় ৩৫টিরও বেশি গুরুত্বপূর্ণ মামলায় অংশ নিয়েছেন মাহমুদ জামাল। তাইতো তার এই নিয়োগকে ঐতিহাসিক অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি জানিয়েছেন, এভাবেই বর্ণবাদের বিরুদ্ধে দাঁড়বে তার সরকার।


আরো সংবাদ



premium cement