১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

পরমাণু চুক্তি আলোচনায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি রাখার দাবি

পারস্য উপসাগরীয় আরব দেশগুলো এ দাবি জানিয়েছে
-

বিশ্ব শক্তিগুলোর সাথে ইরানের পারমাণবিক চুক্তির আলোচনায় দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও ‘অস্থিতিশীল’ আচরণের বিষয়টি অন্তর্ভুক্ত করতে ফের আহ্বান জানিয়েছে পারস্য উপসাগরীয় আরব দেশগুলো। সম্ভাব্য পারমাণবিক চুক্তি থেকে এ দু’টি প্রসঙ্গ বাদ পড়লে তা বিপজ্জনক হতে পারে বলে গত বুধবার উদ্বেগ প্রকাশ করেছে তারা।
২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার উদ্দেশ্য নিয়ে শনিবার ভিয়েনায় বিশ্ব শক্তিগুলো ও ইরান ষষ্ঠ রাউন্ডের আলোচনায় প্রবেশ করেছে। এর আগে তাদের উদ্বেগ আমলে না নেওয়ার জন্য সৌদি আরব ও তার মিত্ররা চুক্তিটির বিরোধিতা করেছিল আর পরে ২০১৮ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছিলেন। পূর্বসূরি ট্রাম্পের ছেড়ে আসা চুক্তিটি ফের কার্যকর করতে চাইছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।
তবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিনিময়ে নিজেদের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে সম্মত হওয়া তেহরান চুক্তিতে অন্য কোনো ইস্যু অন্তর্ভুক্ত করার বিরোধিতা করে আসছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে এক বৈঠকের পর এক বিবৃতিতে কঠোর বিধিনিষেধসহ দীর্ঘ সময়ের জন্য একটি চুক্তি করতে বিশ্ব শক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়েছে পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। তারা উপসাগরীয় অঞ্চলে অস্ত্র প্রতিযোগিতা ও আরো সংঘাত ঠেকাতে চুক্তিটিকে ‘আস্থা তৈরি করার মতো বাস্তব পদক্ষেপের সাথে যুক্ত’ করারও আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে তারা বলেছেন, তেহরানের সাথে এই বৈশ্বিক আলোচনায় উপসাগরীয় আরব দেশগুলোকেও অন্তর্ভুক্ত করা উচিত। উপসাগরীয় আরব দেশগুলো ‘সুপ্রতিবেশীসুলভ ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে তেহরানের পারমাণবিক কর্মসূচির সাথে গুরুত্ব সহকারে ও কার্যকরভাবে সহযোগিতা ও লেনদেন’ করতে প্রস্তুত বলে বিবৃতিতে বলেছেন তারা। বিবৃতিতে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক মিত্রদের দেশটির সমর্থন দেয়ার বিষয়টিকে ‘পারমাণবিক চুক্তি থেকে আওতা থেকে পৃথক করার বিপদ’ এর বিষয়ে জোর দেয়া হয়েছে।
সৌদি আরব ও ইরান ২০১৬ সালে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। কিন্তু চলতি বছরের এপ্রিলে উত্তেজনা হ্রাসের লক্ষ্যে দেশ দু’টি ইরাকে পরস্পরের সাথে আলোচনা শুরু করেছে। পুরো মধ্যপ্রাচ্যজুড়ে বিভিন্ন ইস্যুতে সৌদি আরব ও ইরানের মধ্যে দ্বন্দ্ব লেগে আছে। এগুলোর মধ্যে ইয়েমেনে রিয়াদের নেতৃত্বাধীন একটি সামরিক জোটের সাথে ইরান সমর্থিত হাউসি মুভমেন্টের ছয় বছর ধরে চলা লড়াই অন্যতম।


আরো সংবাদ



premium cement
পিছিয়েছে ডি মারিয়ার বাংলাদেশে আসার সময় ইরানে হামলা : ইস্ফাহান কেন টার্গেট? মাত্র ২ বলে শেষ পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি জেলে কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ দলের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা তোকে যদি এরপর হলে দেখি তাহলে খবর আছে, হুমকি ছাত্রলীগ নেতার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী দাওয়াতী ময়দানে সকল নেতাদের ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে গেল শ্রমিকদের মাঝে ইসলামের আদর্শের আহ্বান পৌঁছাতে হবে : ডা. শফিকুর রহমান ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

সকল