১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

সৌদি ও ইরান ভাই ভাই : আহমাদিনেজাদ

-

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সৌদিকে ইরানের ভাই ও প্রতিবেশী হিসেবে উল্লেখ করেছেন। আল আরাবিয়া সংবাদমাধ্যমকে দেয়া বিশেষ এক সাক্ষাৎকারে তিনি জানান, দুই দেশের মধ্যে অনেক বিষয়ে মিল রয়েছে। তাই উভয় দেশের উচিত অঞ্চলটিকে শান্ত রাখতে একসাথে কাজ করা। ইরানের সাবেক এই প্রেসিডেন্ট এ অঞ্চলের দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য ইউরোপীয় ইউনিয়নের মতো শক্তিশালী একটি আঞ্চলিক সংগঠন প্রতিষ্ঠারও আহ্বান জানান। তিনি বলেন, এ অঞ্চলটি শক্তি ও সংস্কৃতিতে সমৃদ্ধ। তাই আন্তর্জাতিক বাহিনী এ অঞ্চলে সমস্যা তৈরি করার মাধ্যমে অঞ্চলটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।
উপসাগরীয় সমুদ্রসীমা নিয়ন্ত্রণসহ আফগানিস্তান, সিরিয়া ও ইয়েমেন ইস্যু সমাধানে উভয় দেশের সহযোগিতা প্রয়োজন। আহমাদিনেজাদ জোর দিয়ে বলেন, সৌদি আরব ও ইরানের মধ্যে চলমান সমস্যা আলোচনা এবং সহযোগিতাপূর্ণ সম্পর্কের মাধ্যমে সমাধান হতে পারে। নিউ ইয়র্ক টাইমস জানায়, গত বছরও মাহমুদ আহমাদিনেজাদ এক চিঠিতে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানকে এক সাথে কাজ করার এবং ইয়েমেনে যুদ্ধ বিরতিতে আসতে আহবান জানিয়েছিলেন।

 


আরো সংবাদ



premium cement