২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

কাশ্মির নিয়ে সিদ্ধান্ত না বদলালে আলোচনা নয় : ইমরান খান

-

ভারত যদি কাশ্মির নিয়ে ৫ আগস্টের সিদ্ধান্ত থেকে সরে না আসে তাহলে দেশটির সাথে কোনো আলোচনা নয় বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সাধারণ জনগণের উদ্দেশে সরাসরি সম্প্রচারে এ কথা জানিয়েছেন তিনি। এতে তিনি বলেন, ভারতকে কাশ্মিরের ওপরে আরোপ করা নিয়ন্ত্রণ সরিয়ে নিতে হবে নইলে পাকিস্তান সরকার তাদের সাথে কোনো আলোচনায় বসবে না। এ সময় ইমরান আরো বলেন, দুঃখজনকভাবে পশ্চিমা দেশগুলো ও গণমাধ্যম তাদের বৈদেশিক নীতি অনুযায়ী কাশ্মির ইস্যুকে দেখে। তারা চীনকে থামাতে শক্তিশালী ভারতকে দেখতে চায়। কিন্তু ভারত চীনের বিরুদ্ধে উঠে দাঁড়াবে এমনটা ভাবা বোকামি হবে। এটি বরঞ্চ ভারতের জন্যই বিধ্বংসী হবে।
উল্লেখ্য, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশীসহ উচ্চ পর্যায়ের একদল প্রতিনিধিসহ সৌদি আরব সফর করেছেন। অবনতি হওয়া সম্পর্ক ফের উন্নয়নে তার এই সফর অনুষ্ঠিত হয়েছে বলে মনে করা হচ্ছে। এ সফরে সৌদি আরবের সঙ্গে বেশ কয়েকটি চুক্তি করেছে পাকিস্তান। সফরের শেষ পর্যায়ে মদিনায় রাসূলুল্লাহ (সা.) এর রওজা জিয়ারত ও মক্কায় কাবা শরীফ তওয়াফ করেন তিনি।

 


আরো সংবাদ



premium cement