২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

আরব সাগরে বিপুল অস্ত্রসহ নৌকা আটক

-

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম বহর উত্তর আরব সাগর থেকে বিপুল অস্ত্র বহন করা রাষ্ট্রীয় পতাকাবিহীন একটি আরবীয় ‘দাও’ নৌকা আটক করেছে। রোববার মার্কিন পঞ্চম নৌবহরের প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক পানিসীমায় পঞ্চম বহরের ক্রুজার ইউএসএস মনট্রে গত ৬ ও ৭ মে দুই দিনের নিয়মিত অভিযানের সময় এই নৌকাটি আটক করে।
এতে বলা হয়, ‘আটক অস্ত্রের মধ্যে কয়েক ডজন রাশিয়ার তৈরি ট্যাংক বিধ্বংসী মিসাইল, কয়েক হাজার চীনা ৫৬ টাইপ অ্যাসাল্ট রাইফেল, কয়েক শত পিকেএম মেশিন গান, স্নাইপার রাইফেল ও রকেট প্রপেইলড গ্রেনেড লাঞ্চার রয়েছে।’ বিবৃতিতে বলা হয়, জব্দ করা বিপুল এই অস্ত্র বর্তমানে মার্কিন হেফাজতে রয়েছে। অস্ত্রবাহী ওই নৌকাটি কোথা থেকে কোথায় যাচ্ছিল তার তদন্ত করা হচ্ছে। পঞ্চম নৌবহরের ওই বিবৃতিতে বলা হয়, নৌকাটি থেকে সব অস্ত্র সরিয়ে নেয়ার পর তার পরিবহন সক্ষমতা পরীক্ষা করা হয়।

 

 


আরো সংবাদ



premium cement