২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

যুক্তরাষ্ট্রে সহপাঠীসহ ৩ জনকে গুলি স্কুলছাত্রীর

-

স্কুলব্যাগের ভেতরে ছিল বন্দুক। ষষ্ঠ শ্রেণীর ছাত্রী নিজের কাছে রাখা ওই বন্দুক ব্যাগ থেকে বের করে হঠাৎ গুলি চালাতে শুরু করে শ্রেণিকক্ষের মধ্যে। প্রথমে নিজের দুই বন্ধুকে লক্ষ করে গুলি চালায়। পরে সে গুলি চালায় স্কুলের এক কর্মীর ওপর। বেশ কয়েক রাউন্ড গুলিতে দুই শিক্ষার্থীসহ ওই স্কুলকর্মী আহত হলেও কারো জখমই গুরুতর নয়।
তবে বৃহস্পতিবার সকালে এ ঘটনার পর ওই ছাত্রীকে আটক করা হয়েছে। ওই স্কুলছাত্রীর বিরুদ্ধে তিনজনকে হত্যাচেষ্টার অভিযোগ দায়ের হতে পারে বলে জানিয়েছেন এ সংক্রান্ত মামলার আইনজীবী মার্ক টেলর। এ ঘটনাটি যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য আইদাহোর। পশ্চিম আমেরিকার ওই প্রদেশের জেফারসন কাউন্টির প্রত্যন্ত শহরতলি রিগবিতে একটি স্কুলে এই গুলি চালানো হয়।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে স্কুল শুরু হওয়ার কিছু পরেই ঘটনাটি ঘটে রিগবি মাধ্যমিক বিদ্যালয়ে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুলের ভেতরে ও বাইরে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় ওই ছাত্রী। শেষে এক শিক্ষক বন্দুকটি ছিনিয়ে নেন ওই ছাত্রীর হাত থেকে। পরে পুলিশের হাতে তুলে দেয়া হয় তাকে।

 


আরো সংবাদ



premium cement

সকল