২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

পাকিস্তানে মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার অঙ্গীকার

-

পাকিস্তানে মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার দাবিতে অঙ্গীকার করেছে সাংবাদিকদের একটি দল। দীর্ঘ সময় ধরেই পাকিস্তান সরকারের বিরুদ্ধে সাংবাদিকরা অভিযোগ তুলে আসছিলেন। তবে সরকার বলছে, গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে না।
লম্বা সময় ধরেই পাকিস্তান সাংবাদিকদের জন্য বিপজ্জনক একটি স্থান। ২০২০ সালের মে থেকে ২০২১ সালের এপিল পর্যন্ত সাংবাদিকদের ওপর মোট ১৪৮টি আক্রমণ হয়েছে। এসব আক্রমণে ছয়জনকে হত্যা, সাতজনকে হত্যাচেষ্টা, পাঁচটি কিডন্যাপ, ২৫ জনকে গ্রেফতার ও ২৭ জনের বিরুদ্ধে বেআইনি মামলা করেছে সরকার। দিন দিন দেশের গণমাধ্যম খাত সঙ্কুচিত হচ্ছে। জনগণের স্বার্থ রক্ষায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। সেই বিষয়টি সবার মাথায় রাখতে হবে।


আরো সংবাদ



premium cement