২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ইরানের পরমাণু চুক্তির বিষয়ে অগ্রগতি হয়েছে

-

ইরানের সাথে বিশ্বের ছয় পরাশক্তি দেশের জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জ্যাকোপা) নামে যে পরমাণু চুক্তিটি হয়েছিল, সেটি বাস্তবায়নে অগ্রগতি হয়েছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এ বিষয়ক এক বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন ইরান ও ছয় দেশের কূটনৈতিক প্রতিনিধিরা। গত বৃহস্পতিবার ভিয়েনায় জ্যাকোপার পূর্ণাঙ্গ বাস্তবায়নে এক বৈঠকে বসেছিলেন ইরান, চীন, রাশিয়া, জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেন। শনিবার বৈঠক শেষ হয়। চুক্তিতে স্বাক্ষরকারী অন্যতম দেশ যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি বৈঠকে উপস্থিত ছিলেন না।
বৈঠকে ইরানের প্রতিনিধিত্ব করেছেন দেশটির উপপররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাকচি। বৈঠক শেষে সাংবাদিকদের আরাকচি বলেন, ‘বৈঠকে মূল আলোচ্য বিষয় ছিল দু’টি। প্রথমটি হলো যুক্তরাষ্ট্র ইরানের ওপর যে নিষেধাজ্ঞাগুলো আরোপ করেছে সেগুলো কবে নাগাদ তোলা হবে এবং দ্বিতীয়টি- জ্যাকোপা ইরান পারমাণবিক কর্মসূচিকে কতদূর পর্যন্ত অনুমোদন দেবে।’ আরাকচি বলেন, ‘একটি বৈঠকে এই সমস্যার সমাধান সম্ভব নয়। এখনো কিছু গুরুতর বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে বৈঠকে অংশগ্রহণকারীদের; তবে তারপরও আমি বলব বৈঠক ফলপ্রসূ হয়েছে।’
বৈঠকে উপস্থিত রাশিয়ার প্রতিনিধি মিখাইল উলিয়ানভও সাম্প্রতিক এক টুইটবার্তায় জানিয়েছেন, বৈঠকে সার্বিক পরিস্থিতির কিছুটা হলেও অগ্রগতি হয়েছে এবং একে ধরে রাখতে হলে চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে পারস্পরিক আলোচনা ও যোগাযোগ অব্যাহত রাখতে হবে। টুইটবার্তায় তিনি বলেন, ‘পারস্পরিক আলোচনা অব্যাহত রাখা এবং নিয়মিত যোগাযোগ রক্ষা করাই এই অচলাবস্থা দ্রুততম সময়ের মধ্যে কাটানোর একমাত্র পথ।’


আরো সংবাদ



premium cement