২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
জাতিসঙ্ঘে তেহরানের অভিযোগ

ইরানের পরমাণু কেন্দ্রে বিস্ফোরণে যুক্তরাষ্ট্র জড়িত নয় হোয়াইট হাউজ

-

ইরানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে বিস্ফোরণের ঘটনার সাথে যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত নয় বলে জানিয়েছে হোয়াইট হাউজ। নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের ঘটনাকে ইরান নাশকতামূলক হামলা বলার পর হোয়াইট হাউজ গত সোমবার এ কথা জানায়। প্রেস সেক্রেটারি জেন সাকি সাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্র এ ঘটনার সাথে কোনোভাবেই জড়িত নয়। তিনি আরো বলেন, এ ঘটনার কারণ কিংবা প্রভাব নিয়ে জল্পনা-কল্পনারও কিছু নেই।
ইরান ইসরাইলকে এ ঘটনার জন্য দায়ী করে প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে। একই সাথে দেশটি তার পরমাণু কর্মসূচিও জোরদার করার ঘোষণা দিয়েছে। ইরানের পরমাণু শক্তি সংস্থা বলেছে, পরমাণু প্ল্যান্টের বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে রোববার ছোট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একে ইসরাইলি সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছে।
এ দিকে পরমাণু স্থাপনায় যে অন্তর্ঘাতমূলক হামলা চালানো হয়েছে তা যুদ্ধাপরাধের শামিল বলে জাতিসঙ্ঘকে জানিয়েছে ইরান। এর কারণ হিসেবে তিনি বলেছেন, এই হামলায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ-এর তত্ত্বাবধানে থাকা একটি স্থাপনাকে টার্গেট করা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement